এক মুঠো ভাত দে'নারে ভাই
একটা গরম কাপর,
এ বছর শীত অনেক বেশী
অভাব ঘরে ঘর ।
ভীষন খারাপ আকাশ নীল
ভীষন খারাপ হাওয়া,
যাচ্ছে তাই হচ্ছে রে ভাই
কিষের চাওয়া পাওয়া !
জাত খেলাম ধর্ম খেলাম
মরছি তবুও হাভাতে ,
কাগজ পত্র অনেক খেলাম
পেট ভরে না তাতে ।
লাইনে সুর্যের উদয় অস্ত
লাইনেই শীত বসন্ত,
লাইনের তবুও হয়না শেষ
নোট আর নাগরিকত্ব ।
স্বচ্ছ দেশের স্বচ্ছ মুখ
তুচ্ছ গনতন্ত্র ,
উচ্চ শির ভেঙ্গে চৌচির
ম্লেচ্ছ রাজতন্ত্র ।
চাঁদ সুরুজের তফাৎ নেই
নোবেল বা ব্যক্তিত্ত্ব,
পুরাণ কুরাণ নিপাৎ যাক
ধর্ম তো নিমিত্ত ।
মরছে নারী হচ্ছে রাঁড়ী
ভ্রূক্ষেপ নেই কোন,
লক্ষ্য শুধু লাল বাড়ি
সিংহাসন থাক অচূর্ণ ।