আকাশ থেকে ধার নিয়েছি এক রাশ নীল
বাতাস থেকে অনেক সুবাস,
দিগন্তের লাল, বসন্তের পলাশ
তোমায় দেব বলে ;
মাটির সোঁদা গন্ধমাখা ঘাসফুল,
বাগান থেকে গোলাপ নিলাম
শিউলীর সিক্ত বিতান, কোকিলের কুহুতান
তোমায় দেব বলে ;
সোনা ঝরা সকাল থেকে এক মুঠো রোদ
ধার নিয়েছি,
তোমায় দেব বলে ;
আসবে যখন জ্যোৎস্না রাতে
হাস্নাহেনা হয়ে,
আঙিনা ভরিয়ে দেব তোমার হাসি দিয়ে ।
অথচ হারিয়ে গেলাম চোখের গভীর নীলে
সুরভিত দেহের ভাঁজে,বসন্তের আগুন লালে
যখন এলে, এক টুকরো চাঁদ নিয়ে ।
হারিয়ে গেলে, ধার দেনার গল্প নিয়ে
আমার বুক পকেটে কবিতার চিরকুট হয়ে ।