সাহিত্যের বা কবিতার অঙ্গনে ত্রিপুরাকে কেন পীঠস্থান বলা হয় । আজও বাংলা সাহিত্যে ত্রিপুরা কেন এতটা প্রাসঙ্গিক, কেন ত্রিপুরা নক্ষত্রের মতো জ্বল জ্বল করে জ্বলছে বাংলা সাহিত্যের উজ্জ্বল গগনে - এই নিয়ে এত সুন্দর অথচ সংক্ষিপ্ত একটি বক্তৃতা পরিবেশিত হয়েছিল আমাদের বাংলা কবিতা আন্তর্জাতিক কাব্য বাসর ও কবি সম্মিলন-২০২৩, আগরতলা অনুষ্ঠানে, বক্তব্য রেখেছিলেন আমাদের অনুষ্ঠানের মাননীয় উদ্ভোধক তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ডঃ দেবব্রত দেবরায় । উনার এই সুন্দর ও প্রাঞ্জল ভাষার কথা মালা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম । শেষ পর্যন্ত শোনে দেখবেন, ত্রিপুরার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের কতটা আত্মিক সম্পর্ক ছিল, ত্রিপুরার রাজা সাহিত্যের কত গভীরে গেলে পরে বিশ্বকবিকে প্রথম কবি স্বীকৃতি দিতে পারেন ! আমরা এই রাজা ও রাজ্যের উত্তরসূরি হিসেবে আরেকবার গর্বিত । ত্রিপুরার এই কাব্য বাসর প্রতিজন কবির মনে দোলা দিতে পারলেই আমাদের সম্মিলনের সার্থকতা আসবে । নিন্মের ইউটিউব লিংক শেয়ার করলাম ।
আলোচনাটি ৪৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ৩০/০৮/২০২৩, ০৫:১৫ মি: