জীবন থমকে গেছে যখন আকাশের মেঘ দেখে
আসুক না ঝড় - ভয় কি আর - হারাবার কি আছে !
ঘন কালো মেঘে ঢাকা, ঈশানের আকাশ ফাকা
খাঁ খাঁ করে যেমন আমার বুক !
মেঘের গোঁড়ায় লালের আভায় উড়ে বেড়ায় আতঙ্ক
এই বুঝি দেবতা কেড়ে নেবে সবই তা
যা কিছু আছে সম্পদ - সুখ !
মাঝে মাঝে স্পষ্ট স্মৃতির ক্যানভাস
যেন সার্থক রোমান্টিক চলচিত্র,
পাতা উল্টালেই একরাশ হতাশা
এলোমেলো না পাওয়ার ছত্র ।
জীবনের পরিসীমা মেপে রাখা বাহুতে
যতই বিন্যাস করি, গিলে খায় রাহুতে
গ্রহণের জোয়ার ভাটায় ত্রস্থ ধারা
দু-কূল ছাপিয়ে পালায় নিষিদ্ধ গলিতে ।
থমকে যাওয়া জীবন এখন বেশ পরিশীলিত
অস্ত - উদয় নামতার মতন অদ্ভুত ছন্দে আবৃত ,
হেমন্ত শীতের পালা-পার্বন, বসন্তের কোকিল কুহুতে
শিষ্ট -শৈলী-সুষ্ঠ-শৃঙ্খলী গ্রীষ্ম বর্ষা শরতে ।