কে জানে আজ কার আশ্রয়ে ফুলছে ফলছে দোপাটি
উঠছে সুর্য ডুবছে সুর্য উল্টো করে নিয়মটি
দিবা-রাতি হয় বটে পৃথিবীর বুকে
রাত দিন বানায় কেউ মনের সুখে
তবুও কেন জানি গুমরে কাঁদে টবে থাকা গোলাপটি ।
কে জানে আজ কার প্রশ্রয়ে জ্বলছে ঘর - দোকানটি
বন্ধ সব সমালোচনা, ভাল-মন্দ খুটি-নাটি
কুলূপ আটা একেবারে সবার মুখে মুখে
অত্যাচার অবিচারেও দাঁড়ায় না কেউ রোখে
হিসেব নিকেশ মিলছে না তো বেচেও ঘটি-বাটি ।
নদীর বুক বাঁধল কে ! আটকে স্রোত চেপে টুঁটি
পাহাড়ের বুক হচ্ছে ভারি, সমতলে ত্রুটি
চাপা ক্ষোভে জ্বলছে আগুন বিদ্রোহীর বুকে
উলঙ্গ মা ঘরের কোণে কাঁদে পুত্র শোকে
শেয়ালের দল যাচ্ছে গয়া করবে এবার অন্তোষ্টি !
চেয়ার কেনার ধুম পরেছে, হচ্ছে টাকার বৃষ্টি
মান- মর্যাদার ধার ধারেনা, চলছে অনাসৃষ্টি
রিক্ত-সিক্ত-তিক্ত চরিত্ররা চোখে
ধুলো দেয় জ্ঞান দেয় লুফে নেয় লোকে
হাতে নিলেই নিভে যায় জ্বলন্ত মোমবাতিটি ।
হাইব্রিডের জমানায় বাড়ে দিগুন বেগুনটি
ফরমালিনের তাড়নায় বেঁচে থাকে ইলিশটি
গকুলে কৃষ্ণ বাড়ে যশোদার বক্ষে
চাঁদ উঠে ডুবে যায় নিজ নিজ পক্ষে
তবুও বেঁচে থাকে লড়াই, স্বপ্ন পূরণের আশ'টি ।।