সম্ভবের কূল কিনারা ছুঁয়ে
সেদিন ইছামতীর তীরে
উল্টো মুখে পিঠ ঠেকিয়ে
স্বপ্ন সুখের নীড়ে ;
শেষ বিকেলের রোদ মেখে গায়
লালের আভা নিয়ে
বালির ঘরে ঘর বেঁধেছি
রাত কেটেছে ধীরে :
গভীর রাতে তারার সাথে
হাজার কথার গল্প
দুঃখ অনেক বাধা যতেক
সুখের হিসাব অল্প ।
কল কল স্রোতে স্রোতে
নদী বয় আপন বেগে,
অজুত নিজুত কত নিখুত
স্বপ্ন গেছে বানের আগে ।
আঁধার বুকের রাতের পরে
হয়নি দেখা ভোরের আলো
চোখে চোখ হয় নি রাখা
উপসংহার অতি কালো ।