আজ ১ লা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ । এই শুভদিনে আমাদের গর্বের আসর "বাংলা কবিতা ডট কম" এর মাননীয় এডমিন , মডারেটর, প্রতিষ্ঠিত কবি, সৌখিন কবি , নিয়মিত কবি সহ সকল কবিবৃন্দ এবং সম্মানিত পাঠকবর্গকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । এই শুভ দিনে সকলেই সুস্থ, সুন্দর এবং আনন্দেই আছেন আশা করি এবং পরম করুনাময় ঈশ্বরের নিকট সকলের সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দধারা প্রার্থনা করি ।
আজকের দিনে পাতায় পাতায় ঘুড়তে ঘুড়তে হঠাৎ একটা বিষয় মনে হল, এই আসরের একজন সকলের প্রিয় কবি শিমূল শুভ্র আলোচনার আসরে একটা সাক্ষাৎকার বিষয় চালু করেছিলেন এবং পরবর্তী সময়ে ব্যস্ততার কারনে অন্য একজন কবিকে এই বিষয়টি চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন এবং বেশ কিছুদিন খুব সারম্ভরেই চলেছিল । বর্তমানে এটি বন্ধ, যদিও এই কাজ করতে গেলে প্রচুর অধ্যবসায় ও সময়ের প্রয়োজন । অনেকেই হয়তো বলবেন "নিজের খেয়ে বনের মোষ তাড়ানো"র সময় নেই, কিন্তু আসরটি ছিল বেশ উৎসাহব্যাঞ্জক এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে খুব সহজেই আমরা একজন আরেকজনকে অনেক গভীর ভাবে জানতে পারতাম ।
আজকের এই শুভদিনে আমার ভাবনার স্রোতে গা মিলিয়ে একটু দেখা যায় কি !