মূর্ত্তিরা সব বলছে কথা একে একে স্থানে স্থানে
বইছে আঘাত সইছে আঘাত মরছে আবার জনে জনে ।
এক যে ছিল লেলিন ব্যাটা কম্যুনিষ্টের স্রষ্টা
ত্রিপুরায় ভাঙছে মাথা রাশিয়ার শব'টা ।
শ্যামাপ্রসাদ বলছে কথা যাদবপুরে দুধে স্নান
দিদি-মোদীর মাথা ব্যাথা বাংলা যে খান - খান ।
দক্ষিনের পেরিয়ার উত্তরে কে-ই জানত !
মুর্ত্তিখানা ভেঙ্গে তাঁর দেশটা বড় অশান্ত ।
গান্ধীজিও আজ নাকি বাদ যায়নি এ দেশে
দেশটাকে স্বাধীন করে কা'কে বিকোলে শেষে ?
হনুমান চাল্লিশা গায় মন্দিরের দড়জায়
বাহুবল আজ হীন তাঁর সন্ত্রাসীদের কব্জ্বায় ।
তালিবান - মুসলমান হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান
জাতে ভাগ, দলে ভাগ দেশে দেশে অধিষ্ঠান ।
ষ্ট্যাচুতেও প্রাণ আছে একদিন সবাই বুজবে
সভ্যতার প্রজন্মেরা যেদিন কথা বলবে ।।
(ভারতবর্ষের সমসাময়িক কালের অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রচিত)