মা গো তোমি কোথায় আছ, কেমন আছ বল
তোমার কথা মনে হলেই চোখ ছল ছল,
সেই যে কবে আদর করে ঢাকতে শারীর আঁচলে
চোখের আড়াল হলেই বুক ভাসত চোখের জলে,
ক্ষুদা তৃষ্ণা ভুলে মাগো, মাতৃ স্নেহে অবিরল
ছোট্ট অতি শিশুটাকে দিলে জীবন সচল,
আজ এই কিশোর কাঁদে মাগো তোমারই বিরহে
জীবন যেন ছন্নছাড়া, সব পেয়েও তোমার মোহে ।
মা, তোমি কি দেখতে পাচ্ছ আমার এ যন্ত্রণা !
ছেলের বায়না অস্রু সার "ঠাম্মা এনে দাওনা"।
ইচ্ছে হয় আরেকবার তোমার গর্ভাশয়ে যেতে
নাড়ির টানে আরেকবার তোমায় ফিরে পেতে ।
চেতনে অবচেতনে মা' উচ্চারণে নিয়ত
ক্লান্তি জরা দুঃখ ঘুচাই বেদনা বিস্রুত ।
অতশত বুজি না মাগো, তোমায় আমি চাই
যেমন করে স্পন্দনে জেগে আছো সদাই ।