অনেক দিলে আঠারো, আঠারো ঘা
বলতে বলতে ক্লান্ত, আর না আর না ;
ছন্দ দিলে, গন্ধ দিলে, দ্বন্দ্ব দিলে অনেক
জীবনের গল্প বদলে দিলে,পরিচিতি হরেক ;
এবার যখন বিদেয় নিলে আর দেরী কিষের
বুক ভরে শ্বাস নিলেম, দিলেম বিদেয় বিষের,
স্বাগত হে ঊনিশ তোমায় সু-স্বাগত নতুন বর্ষ
দুঃখ ভুলে হতাশ ছেড়ে এবার নতুন করে বাঁঁচব,
নতুন দিনের নতুন আলোয় নতুন আশা বুকে
এই পৃথিবীর প্রতিটি মানুষ থাকুক বেঁচে সুখে,
এই কামনা এই প্রত্যাশা আর এই দৃঢ় প্রত্যয়
বেঁচে থাকুক আমার বুকে স্পন্দনের বিজয়।