হোঁচট খেলেই মনে হয়,
এ পথ যেন আমার নয়,
যেখানে বেঁচে থাকা'ই দায়,
সেখানে স্বপ্ন দুরে রয়,
দোঁহা'র গানে পূর্নিমা রাতে,
বেমালুম ভুলে যাই যেতে যেতে,
রোমান্টিক অনুভূতির সাথে,
পিছু ধাওয়া করছে মৃত্যু কিংবা জয় ।
সর্পিল বাঁক উপরে কাক,
তবুও ছন্দে ফাগুন বৈশাখ,
আঁধার রাতে পেঁচার ডাক,
তবুও স্ব-দ্বন্দ্বে শৈলী সবাক,
হিজল তলার প্রতীক্ষমান,
ঘাতক বেঈমান কিংবা শয়তান,
হোলি খেলার সাজে নির্মাণ,
এ পথ আমার অভিধান, অবদান ।।