সোহাগের রং গোলাপী,
বুধবার কসবা কালীবাড়ি'র
পুকুর পাড়ে তিন সন্ধ্যাবেলা ।
রবিবারের দুপুরবেলায়
টেপানীয়া পার্কে ।
আচমকা পালাটানার গোমতীর তীরে
কালো রং এলো কোথা থেকে ।
তুমি তো সেই লাবনী ,
সোহাগের রং গোলাপীতেই যাকে চিনি !
একদিন অবশ্য লাল হয়েছিল
ঊনকোটির ভীড়ে ।