এক রাশ শূন্যতা , একটা আকাশ বৈকি
মহাকাশের দূরত্বে বসবাস হাজার হাজার
প্রতারণার ফাঁদ, নিরন্তর বিবাদ,
নির্জন কলতান, নীরব অভিযান আর নিঃসঙ্গ রাত ।
অথচ কত শত ছবি আঁকা হয় নিয়ত
নীলাকাশে মেঘের ভেলা... ।
অন্ধকার হাতরে ধুমকেতুরা ঝরে
লক্ষ যোজন মাইলের ব্যবধানে,
মাঝপথে মুছে যায় কোটি গ্যালন রক্ত
কচি দেহের মাংস, বিভেদের অগ্নিলীলা ।
চোখের জল অথবা কলমের কালি
শুকিয়ে যায় মহাশূন্যের আঙিনায়
লেখা পাতায় প্রতিবাদের ভাষায়
চোখ মেলে চেয়ে দেখি শুধু শূন্যতা,
একটা আকাশ বৈকি ।