শখের মাসুল অনেক সময়
অনেক ভাবেই দিতে হয়,
শখ করে যা করা হলো
তা'তো হলোই বটে,
অর্থ মান যশ যেতে পারে
এই শখের বশে।
তাতেও মাসুল খান্ত হলে
বলা যায় ভাল,
জীবন দ্বীপ নিভতে পারে
নিভতে পারে আলো।
তবুও যারা শখ করে
হয়ে যায় শৌখিন
তারা শখ করেই যাবে
জীবন তাদের রঙিন।