পাশের বাড়ি খাচ্ছে ভালো
চলছে ভালো আয় রোজগারে,
জলের বন্দোবস্ত গ্রামে
জলছে বিদ্যুৎ মোড়ে মোড়ে।
আপদ বিপদ সুখ বিষাদ
ভীষণ আপন দাদা তুমি,
অন্নপ্রাশন বিয়ে শ্রাদ্ধ
পূজো পার্বণ বাধা শ্রমী।
এই গ্রামেতে থাকলে চেয়ার
থাকবে শুধুই দাদার জন্যে,
এই মহল্লার গুণীজন যার
প্রশংসায় বুক ফুলায় ঋণে ;
এমন ছেলেই চাই যে গ্রামে
তবেই গ্রাম ধন্য হবে,
দাদা তুমি এগিয়ে যাও
আমরা আছি তোমার সঙ্গে ;
সেই দাদা'টাই আজ যে বড়
অসহায় সময়ের টানে,
সেই ছেলেটাই আজ শত্রু
পরিবেশ পরিস্থিতির গুনে।
সময়ের কাছে ঋণী হয়ে
যাপিত সময়ের হিসেব কষে,
তাপিত হৃদয় বড় তৃপ্ত
আনুপাতিক লেনদেনে শেষে।
শত্রুর সংজ্ঞায় জুতসই শব্দ
কতগুলো ছিল প্রয়োজন,
অভিধানের আপডেট ভার্সন
এখনো কৃপণ, বন্ধ্যা বিলক্ষন।