সম্পর্কের ঘনত্ব অনেক সময়
দূরত্বকে পেছনে ফেলে
পিচ্ছিল পথকে মসৃণ করে তোলে
অনেকাংশে ।
এখন প্রশ্ন করা যায়,
সম্পর্কের ঘনত্ব আর দূরত্ব কি তবে পরিপূরক !
মোটেই না, বরঞ্চ সম্পুরক হতে পারে নির্দ্ধিধায় ।
এই পরিপূরক আর সম্পুরক এর ধাঁধায়
প্রায়শঃই সম্পর্কের কাটাছেঁড়া হয়
অপারেশান কিংবা পোষ্টমর্টেম ।
কখনো কখনো অবশ্য কম্পিটিশান খাড়া হয়
যখন ঘনত্ব আর ঘনিষ্ঠের অনুপাত থাকে
অথবা দূরত্ব আর কর্তৃত্বের ফারাক থাকে
যেমনটা চলছে তোমার আমার ।
যদিও পথের শেষ নেই, শেষ থাকতে পারে না
আমার পথের সমাপ্তি যখন দৃষ্টির ওপাড়ে
তোমার পথ থেমে যায় সম্পর্কের দুয়ারে ।