দুনিয়ার যত্তসব নরক জঞ্জাল বুকে নিয়ে
আমার পোষা কুকুরটা পোয়াতি হয়েছে,
পেটে তার দিনে দিনে বাড়ছে গকুলের
কংস, পুতনা, কালিয়া'দের বিকাশ বংশ ।
বেঁধে রেখে বহুদিন বসন্তের বিলাসে
অনুতাপে ছিড়ি শিকল স্বাধীনতার আশে,
শূন্যতার পূর্ণ করার অদম্য হ্যারিকেন
আছাড়িল আসি আমার শারমেয় সমীপে ।
এখন শুধু অপেক্ষার পালা
ক্যালেন্ডারের পাতায় পাতায়
কবে কোন ভাদ্র অমানিশায়
আসবেন মা কালিকা...।
গতকালের সূর্য যতটা না ছিল মেঘে ঢাকা
তার চাইতে অনেক বেশী ঢেকেছিলেম আমার আঙিনা,
শামিয়ানার ফাঁক গলে রৌদ্রচ্ছটায় দেখেছিলেম
আকাশের বুকে আমাজনের ধোঁয়া ...
ঘরের রঙিন পর্দায় কত শত প্রজাতির পশু-পাখি-পোকা ।
হৃদপিন্ডের ক্ষত বা পদ তলের ব্যথা
শরীরজ ব্যাধি মৃত্যুর ঘন্টা,
গর্ভাপাত অবৈধ......অথচ
কোন কোন গর্ভপাত অতি আবশ্যকীয় ।
কবে জানি হবে আবার মামা-ভাগিনার যুদ্ধ ।