ভুলে গেছি তোলে দিতে 'সময়ের দাম'
মিছেমিছি তুমি আমি, আমাদের কাম ;
বাতাসকে বলেছি পারতপক্ষে ভেঙ্গো না
ভৌগলিক সীমারেখা ,
আকাশের রং বুজি হালকা সবুজ ছাদটা
বাড়ান্দায় এপার ওপাড় উদয় অস্ত অবিরাম ।
প্রজাপতির গাঁয়ে পরাগ, পাপড়ি দোলায় ফুল
সুর্যমুখী যেন দায়বদ্ধ মুখ ঘোরায় বিলকুল,
আমাদের চাঁদকে চাঁদরে ঢেকেছি কাল রাতে
জ্যোৎস্নাময় বসন্তে
জোনাকিরা দল বেঁধে ঘুরছে মাঠে ঘাটে
ভরা কোটালে বইছে স্রোত শুনশান নদীর কূল ।
মাছিদের ভনভন এখনকার চেনাজানা সূর
বিরক্তির কুহরে বাজে কলতান মিষ্টি মধুর,
চার দেয়ালে ঘেরাটোপে বন্দি ইলেক্ট্রিক সময়
ও দেবতাদের দেবালয়;
যদিও আকাশ পাতালের দূরত্ব খোলাচোখে বহুদূর ।