সমাধির পরে,
কীটেদের ভিড়ে সঁপে দিয়ে শখের শরীর
নিঃশেষের যাত্রা পথে উপভোগ্য কালবেলায়
কবিতার শেষ লাইন অব্যক্ত রেখে
তাজমহলের মোহিত রূপ বর্ণনায়
পাতার পর পাতা এঁকে রেখে দিলে
পাঠকের দরবারে স্থান পাওয়া যায়
সমাধির উপড়ে বেঁচে থাকে যতদিন সমাধিস্ত প্রেম ।
সমাধির পরে,
আঁধার গভীরে হাড়গোড় শোয়ে থাকে রক্ত মাংস বিনে
আঁধারের সব টুকু সুখ শুষে খায় ,
বাতাসে গন্ধ উড়ে বেড়ায়
নিবিড় গুঞ্জন অথবা দীর্ঘশ্বাসে
ইতিহাসের পাতা অক্ষত থাকে
সমাধির উপড়ে বেঁচে থাকে যতদিন সমাধিস্ত প্রেম ।