গায়েতে পুড়া পুড়া গন্ধটা বসেই গেছে
বসে একটু জিরোবার জো নেই যে আর
শ্মশান থেকে ফেরবার পথটা নয় ফুরোবার,
স্নানটা সারলেই খবর আসছে আবার
যেতে হবে আরেকবার, শেষকৃত্য আরেকটার।
একে একে বিসর্জন দেওয়া হল কম না
মান - অভিমান, খ্যাতি - যশ, সাধের বাড়িঘর
সুখ - আয়েশ - আহ্লাদ, হিংসা অহংকার
তদুপরি আরো কিছু রয়েছে একান্তই আমার
এটুকু অন্তত রাখতে দিও গো এবার...।
শ্মশানঘাট এখন বড়ো চেনা জায়গা আমার
সকাল বিকাল সন্ধ্যার বিশ্রামাগার,
চেনা জানাদের ভিড়ে সঞ্চিত ধনের ধ্বংসাবশেষ
খুব বেশী ভাল লাগে, হাতছানি দেয় অস্তিত্ব
সলিল সমাধির ওপার থেকে নীরব নির্জনে।