একটা সাদা ভেড়ার গল্প বলি শোন,
এক দেশে এক মস্ত ছিল মাঠ
চরত গরু চরত ছাগল শালিক গোটা পাচ,
সবুজ ঘাস, গালিচা, শিশির রোদে গলাগলি
ঝড় তুফানে কালে ভদ্রে দুর্ব্বাতে কোলাকোলি,
এই শরতে এক কোনে কাশবন দিলো দেখা
নদ'টা ছিল অনেক দূরে বাক নিল সোজা ;
সেই থেকে যে আনাগোনা হাজার পড়শি লাখ দিবানা,
শারদীয়া লুকিয়ে বনে হাসছে নীরব কাঁদছে 'গনা।
দেবদারুর ঐ মগ ডালেতে আরেক ছিল ঘুঘুর বাসা,
নদীর বুকেও লক্ষ কোটি লাশ কিবা কচুরী পানা।
হাতি নয়, ঘোড়া নয়, একটা সুন্দর সাদা ভেড়া
দলছুটের দলবল নিয়ে চরতে এলো মাঠ সবুজ ঘেরা।
-------- চলবে।