চোখ মানে তো গভীর নীলের সমূদ্র,
জীবনের চাওয়া পাওয়া স্বপ্ন গাঁথা
সুখ দুঃখের দর্পন,
পানকৌড়িদের ঝিলের জলে পদ্ম
বাসন্তী পূজোর উপঢৌকন ।
পাখি তুর এই অদ্ভুত সাদা চোখের
জীবন কেমন বল !
প্রেম প্রীতি আবেগ আহ্লাদ নিশ্চয়ই
পেঁজা তুলোর মত
নীল আকাশে সাদা মেঘপুঞ্জ !
মেঘের দেশে বৃষ্টি শেষে জীবনের রংধনু
বসন্তের আগুন পলাশ, কৃষ্ণচূড়া
ঈশানের কালবৈশাখী ধার নিবি !
কর্নিয়া, রেটিনা, ডিট্রেয়াস হিউমার
সব দিয়ে দেব,
কেননা এখন সাদা চোখের বড় প্রয়োজন ;
গোধুলী আর সুর্যোদয় বড্ড ফ্যাকাশে লাল
কৃত্তিম রঙে পৃথিবীটা রঞ্জিত ।