লোডশেডিং এর এক রাতে, গল্পে যখন তোমি নায়িকা
আমি তখন আঁধার রাতের ফানুস কিংবা জোনাকি পোকা,
ঘামে ভেজা চুলের গন্ধে মাতোয়ারা ছন্দে তা থৈ তা থৈ
পিউবিকের মতো মত্ত ছিলেম অঙ্গে অঙ্গে -প্রত্যঙ্গে ।
নিওনের রশ্মিতলে স্নাত স্নিগ্ধ চড়া মেকআপের মুখাবয়বে
চেনা পারফিউমের গন্ধ খুঁজে বেকুব, তবুও ছুঁয়ে দেখি তোমারে
মখমলের স্পর্শে আঁতকে উঠি মাঝরাতে হাতরে খুঁজি নাভিমূল
পাশের ঘর থেকে ভেসে আসে টপ্পা গানের সুর ।
নিরন্ন বেদে'র ডেরায় কূপির আবছা আলোতে একদিন
হঠাৎ দেখা বিনিময়ের প্রেম, বিরক্তির শৃঙ্গার শেষে
ঘরে ফেরার পথে নর্দমার ওপাড়ে ঘুমিয়ে থাকো যখন
মাতাল আমি'র বুঁদ কন্ঠে তুমি শত শত 'পারু ।
কিন্নরী'র তালুবন্দি চটাং চটাং শব্দমালার চেনা আবেদন
পকেটের দশ টাকার নোট নিবেদন, অতঃপর
চলতি ট্রেনের তালে ঝিমিয়ে পরা ক্লান্ত দেহে বাতাসের স্রোতে
তোমার খণ্ড খণ্ড দেহ নাক-কান-চুল-গলা-স্তন ইত্যাদি ;
হুমড়ি খেয়ে আছড়ে পরে আমার সচল স্বপ্ন বৈভবে ।