এই হাঁদারাম, এদিকে আয়
যাচ্ছিস কোথায় ?
এইখানে এই সবুজ ঘেরা
শস্য শ্যামলা নদীর তীড়ে
কৃষ্টি আর সৃষ্টি ভরা
ছোট্ট নীড়ে একটু দাড়া ;
দেখতে পাবি দামাল ছেলে
কেমন করে আগুন জ্বালে,
ভাষার তরে দেশ গড়ে
দেশের জন্যে বেঘোর মরে,
এই মাটিতেই সোনা ফলে
সোনা ফেলে নোবেল আনে,
এই মাটিতেই সোনা ছেলে
প্রতিবাদের ভাষা জানে ,
বিশ্ব তার হাতের মুঠোয়
ভদ্র শিষ্ট ভূষণ বিনয়,
শ্রেষ্ঠ চিন্তা বা চেতনায়
গর্বিত আজ স্ব-মহিমায়,
সব জাতিকে আদর করে
সব ভাষাকেই করে স্নেহ,
তাই বেনোজল কলঙ্ক
জাতের নামে বজ্জাত কেহ,
ধর্ম আর ধর্মান্ধতার
রাজনীতিতে জেরবার,
ঐতিহ্য আজ ভূলুন্ঠিত
শিরচ্ছেদ যেন বাংলার ,
ভাঙ মাথা ভাঙ ভেঙ্গে ফেল
আছে যত মহীয়ান,
ষ্ট্যাচুর নামে মেরুদণ্ড
ভেঙ্গে কর খান্ খান্ ।
বুজবে সেদিন হঠাৎ যেদিন
উঠবে জ্বলে দাবানল,
শান্ত মায়ের শিষ্ট ছেলে
জ্বালবে তার রোষানল ।