রক্তে আমার ঘর বেঁধেছে
শিমূল পলাশ কৃষ্ণচূড়া,
বক্ষে আমার ভর করেছে
লড়াই মিছিল রক্তঝরা ।
মুক্তির স্বাদ আস্বাদনের
চলছে লড়াই আজীবন,
ঠিকানা গেঁড়েছি রাজপথে
থাকব পথেই আমরন ।
চৌদিকে পুঁজির আস্ফালনে
যখন বিধ্বস্ত ব্যারিকেড,
তবুও ফাগুন হাতছানি দেয়
দুর্নিবার দুর্দম ব্রিগেড ।
ঘামের গন্ধে নিঃশ্বাস নিতে
চলছি রক্ত পিচ্ছিল পথে,
মহাকালের গর্ভে বিলীন
লালাঝান্ডা আজ হাতে হাতে ।
হিল্লোলিত আকাশ বাতাস
জেহাদের ভারী গুঞ্জরনে,
শহীদবেদীর ইট পাথর
কালের সাক্ষী আন্দোলনে ।