প্রদত্ত কষ্টগুলো রপ্ত হয়ে গেছে
ব্যস্ত সমস্ত তটস্থ রাত পেরিয়ে,
নির্লিপ্ত আঁখিপল্লব স্থির হয়ে গেছে
তপ্ত বুকের ষ্পন্দিত হৃদয়ে ।
রংমাখা কম্পিত ঠুঁটের তপ্ত ষ্পর্ষ,
মার্জিত পোষাকের চাপে লুক্কায়িত
                       বক্ষযূগল ;
অদৃষ্ট মর্ধাঙ্গে তোমার পোষ্য
ধুমায়িত কোমল অনুভূতির পাগল ,
আমাকে -
প্রদত্ত কষ্টগুলো রপ্ত হয়ে গেছে ।
আঁধার কালোর বিবস্ত্র শিহরন
ঘর্মাক্ত দেহের এক লহমার চরম শান্তি
ক্লান্তির বিন্যাস - বিচরন
আমার প্রাপ্তি - আমার শ্রান্তি ।
তাই-
প্রদত্ত কষ্টগুলো রপ্ত হয়ে গেছে
সয়ে গেছে প্রসাধনী মাখা উগ্র ঘ্রান,
ক্ষিপ্ত চিবুক অক্টোপাস হয়ে
জৈবিক রক্তচোষা কিংবা ক্ষণিকে নিষ্প্রান /