হঠাৎ করেই মিছিলে সেদিন
বেশ কিছু লাশ বলছিল কথা,
দিচ্ছে শ্লোগান "দিতে হবে,
মানছি না -মানবো না "।
পিপীলিকা সারিবাঁধা
শীতের আহার চাই, খোকা।
দূর থেকে বেশ লাগছিল বটে
কিলবিল যেন করছে পোকা।
খোকা' আমার দেশের রাজা
হীরা মানিক জহরত,
দেশটাকে দেশ বানাতে
করছে অনেক কসরত।
এদেশ বড়ো উন্নত দেশ
ফুলে ফলে গন্ধে ভরা,
জুটছে সব পরিজায়ী
হিংসাশ্রয়ী যাযাবর ।
হামলে পড়ল মিছিলে
লাশেদের বানাতে লাশ,
রাজপথ শূন্য,
সবটা মিছিল কুপোকাত।
অথচ -
এক ফোটা রক্ত নেই পথে
কেবল হাহাকার -
শ্মশানের নিস্তব্ধতায় আজ
পথিকের সকাল দৈন্য।