রাজা তোমার দম্ভভারে মাথার মুকুট যাচ্ছে হেলে
মথুরা নাগর দেখেশুনে কালীয়নাগের মাথায় খেলে,
প্রজা তোমার কাঁদছে ক্ষুদায় অশান্তির আগুন জ্বালায়
মরছে মানুষ, মারছে মানুষ, ঝরছে প্রাণ অবহেলায় ।
রাজা তোমার অট্টালিকার আলোর রোশনাই ছেড়ে
চেয় দেখ দেশটা ডুবছে উদ্ভট অন্ধকারের জেরে,
মায়ের আঁচল রক্তে ভেজা বাবার অশ্রু রাজপথে
সন্তান সন্ততি কাঁদে এক মুঠো খাবার পেতে ।
রাজা তোমার গাল ভরা অহমিকার গল্প
শোনার আছে চামচা কিছু আধিকারিক অল্প ,
আর কত ঘুমাও রাজা ! এবার জাগো ভোর হবে
ফুলপরীদের তাড়িয়ে দিয়ে সূর্য উঠাও পূবে ।
লাল দিগন্ত মুখ লুকায় হিংসার লেলিহান শিখায়
সিংহের গর্জন দেয়ার ডাক আবছা আবছা শোনায় ।
রাজার রাজা রাজার প্রজা' রাজার নাকি ধর্মবাণী
সেই রাজা'রা (প্রজা) ভাল নেই এত টুকুই জানি,
সিংহাসন'টা বেশ গোছানো রং বেরঙে পরিপাটি
পায়ের তলার মাটি তোমার শক্ত রাখো সেই'তো খাঁটি ।