অনেক ভেবে অনেক চিন্তে সময় যখন প্রায় শেষ
শূণ্য হাতে পোষাক আনতে মানতে গিন্নির আদেশ,
পুজোর বাজার বলে কথা এমনিতে কি হয় !
তবুও নেই তোয়াক্কা নগদের নাই ভয় ।
বাসষ্ট্যান্ডেই ধরে বসল কাকু, বলেন কি নেবেন ?
যদিও শেষ তবুও চাইলে (পাবেন) কৌটা আন্দোলনের রেশ ।
হনহন করে এগিয়ে গেলাম চাইনা শখের বিদেশ
শহরে পৌছেই পেলাম রাত দখলের উন্মেষ ।
হাতছানি দেয় আর জি কর হাত ছানি দেয় ধর্ণা
আবার চারিদিকে বাহার লাখ বাতির বন্যা ।
পুজোর বাজার খুব জমেছে হৈ চৈ চারিদিকে
ত্রাণের লড়াই খুব চলেছে শোরগোল বাঁ দিকে ।
হরিয়ানা কাশ্মীরের ভোট কে যাবে কে আসবে
কোন মন্ত্রী ভাঙছে জোট মসনদে কে থাকবে ।
কে গড়ল নতুন দল কে খেল কাটমানি
কোন নদীতে কত জল কে করল বেইমানি !
বাজারের হৈ হট্টগোলে করছে মাথা ব্যাথা
চা দোকানের ভূগোলে কাটছে চিকেন , মাথা ।
এই করে শেষ বাজার ঘুরে খালি হাতে ফিরলাম
পুজোর জামা হাওয়ায় উড়ে শান্তিতে চোখ বোজ'লাম ।