আমার এই গল্পটা শেষ করতে এখন
একটা সুন্দর খেলা দরকার,
যেখানে রাজা-রানী থাকবে
প্রজা-মন্ত্রী-সান্ত্রী থাকবে
মাঠ থাকবে, ঘোড়া থাকবে
থাকবে আস্তাবল ;
একটা সুন্দর দেশ হলে বেশ
খেলা হবে মজাদার,
যেই দেশে সেই রাজা থাকবে
উদার-মহান-অকৃতদার,
রানীর আপন দেশে শুধু
থাকবে অন্যায় অত্যাচার ;
অতঃপর খেলা শুরু !
যুদ্ধং দেহি সাজ সবাকার ;
এক সময়ে জয়ী হবে
রাজার বিশাল মানবতার ,
রানী আসবে ,সংসার হবে
হবে সন্তান সতী সাধ্বী তার ;
যদিও গল্পটা এখানেই শেষ হবে না
তবুও আপাততঃ এতটুকু দরকার ;
এবার বল কোথায় পাবো
এমন রাজা-রানীর সংসার !
সবাই এখন ব্যস্ত ত্রস্ত
গোছাতে আখের নিজেরার ;
আমার এই গল্পটা শেষ করতে এখন
একটা সুন্দর খেলা দরকার,
কেননা এই গল্পের শুরুতে
ছিল শুধু হিংসা - দ্বিধা-
ভেদাভেদ, অহংকারের বিস্তার ।