অতঃপর একদিন ওকি দিল সূর্য
কিছুদিন মেপে নিল মানুষের ধৈর্য্য
উজ্জ্বল আকাশ নির্মল বাতাস
সচ্ছল জীবন বিমল উচ্ছাস
মানুষের চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস ।
চারিদিকে কলরব কন্ঠে জয়গান
পতন থমকে গেছে এবার উত্থান
নতুন করে পথ চল পথিক
নবীন ওরে আলো জ্বাল, অনীক
এক সাগর আতঙ্ক দেখেছে নাবিক ।
এবার এসো প্রিয়া আবার ভালবাসি
ঠোঁটে ঠোঁট চোখে চোখ রেখে পাশাপাশি
তারুণ্য ঢেলে দিই সুখ মৌবনে
ভ্রমর গাইছে গান ফুললিত বনে
কাঙ্ক্ষিত জীবনের স্বাদ নিই যৌবনে ।