এই সুরেন, বলত দেখি
এমন করলে কেমন হয়!
এবারের দেওয়ালীতে
মা'কে কোন ভোগ নয় ; বলি নয়।
আলোর ফোয়ারা বাজির রোশনাই
ইচ্ছেমতো তরল প্রসাদ
আমিষ নিরামিষ মিলিয়ে খাই,
ধূৎ ত্যারী, এসব তো সব
পুরনো কায়দা'ই।
চল সবে মিলে করি
নতুন কিছু হৈ হুল্লোড়ি
তুবড়ি বাজিয়ে ফাটিয়ে দিই
সুকো গৌরের টাক মাথায়।
এমন করলে কি আর হবে!
মানবতা কাঁঁদবে পাশে
বিবেক বুদ্ধি হাসবে লাশে
নীতির মিছিল আসবে মিশে
আর আর্তনাদ ভাসবে বাতাসে ।
তবুও জয় জয়কার হবে
ধর্ষিত গনতন্ত্রের মাঝে
ঔদ্ধত্যের প্রকাশ হবে
প্রতিশোধের রোশানলে।
মা'য়ের কাছে বিঃস্বাদ লাগে
রক্তবীজের রক্তের স্বাদ,
মায়ের নাকে গন্ধ লাগে
অমানুষের হাড়মাস।