প্রথম যেদিন মোড়ের মাথায় দেখেছিলেম তু'কে
ধুক ধুক করে উঠল কাঁপন ব্যথাতুর বুকে ,
লাগছিল তু'কে শহুরে রাস্তার ভিক্ষুক বিশেষ
হাসছিল তুর ময়লা পোষাক নোংরা মাখা কেশ।
প্রথম যেদিন এসেছিলি নতুন পোষাকে
উন্মীলিত জীবন ধারার নতুন বিপাকে,
সেজে গুজে পরী যেন এক ভিন্ন আবেশ
সেই থেকে তুর শুরু হল জীবন উন্মেষ ।
প্রথম যেদিন হেসেছিলি মলিন করা মুখে
চোখের কোনে অশ্রু ছিল জরাজীর্ণ দুঃখে,
আজকে দাঁতের ঝিলিক দেখে বুজা যায় বেশ
আছিস সুখে ধনে জনে খ্যাতি দেশ বিদেশ ।
প্রথম যেদিন দেখেছিলি আমায় আড় চোখে
নতুন করে আবার যেন ভালবাসলাম তু'কে,
সেই থেকে আজ অবধি চলছে প্রেমের রেশ
সামঞ্জস্যের সীমা ভুলে, ভুলে হিংসা দ্বেষ ।