ঈশ! কি দুষ্টু তুমি,
গা'য়ে ঘামের গন্ধ ,
কি করছ কি! বলত,
ঠোঁটে বিড়ির গন্ধ
স্যান্ডু গেঞ্জি কাদায় সাদা
গামছাতেও দুর্গন্ধ।
বউ তুই তো রান্নাঘরে
থাকিস সদা ব্যাস্ত,
কল'পারে আর ঠাকুরঘরে
সারাটাদিন আস্ত,
ছেলেপুলে এলে ঘরে
এদের নিয়েই ত্রস্ত ;
বলতো আমি কখন তোকে
একটু আদর - সোহাগ দেব,
ক্ষেতের মধ্যে পোয়াতি ধান
মনে যে আজ বসন্ত।
এই যখন কথোপকথন
স্বামী-স্ত্রীতে চলছিল,
ইস্কুল বেলা শেষ তখন
ছেলেপোলেরা এল।
সব্বাই মিলে একসাথে
মেঝেতে মধ্যাহ্ন ভোজন,
ঝড় বয়ে যায় ঐপাড়াতে
প্রসঙ্গ পরকীয়া ও সুজন।