সকাল বেলা ঝরবে সোনা
হাসবে আকাশ সাদা মেঘে,
সারা দিনমান হেসে খেলে
ডুববে সুরুজ অনুরাগে,
জোসনা রাতে চাঁদের কণা
স্নিগ্ধা রাতি'র ভাব আবেগে,
ফুলের বাগে জোনাক জ্বেলে
তারারা সব উঠবে জেগে,
নিষ্কন্ঠক এমন একটা পথ
হউক আমার চলার পথে,
এই প্রত্যাশায় প্রতি প্রাতে
প্রার্থনা করি ভক্তি নিষ্ঠাতে,
তবুও প্রতিটি পদক্ষেপে
ঝড় ঝঞ্ঝা দুঃখ কালো মেঘ
পিছু ধায়, বাদ সাধে অল্পে
যেন জীবন মানেই যুদ্ধ -
আক্ষেপ-ভ্রুক্ষেপ ।