একটা সকাল দাওনা আমায়,
তোমার স্নিগ্ধ কোমল আঁখির পরশ
সিক্ত কেশ মুক্ত বায়ের মোলায়েম ছন্দ
ঘাসের ডগায় শিশির বিন্দু, নরম রোদ ;
ফড়িং ফড়িং উড়ব ।
না হয় একটা বিকেল দাও,
ক্লান্ত শ্রান্ত বিরক্ত মুখাবয়বে
তীক্ষ্ণ রোদের লম্বা ছায়া, দিগন্তের ডুবন্ত সুর্যের মতো
সিঁদুরের লেপ্টে যাওয়া ললাটের ফোটা ,
একরাশ ঘামের গন্ধ মাখা মাতাল হাওয়া ;
ফুরুৎ ফুরুৎ নীড়ে ফিরব ।