দাউ দাউ করে জ্বলছে আগুন
যুগ যুগ ধরে কয়েক'শ ফাগুন,
কোকিলের বংশ পরম্পরায়
বসন্ত আসে বসন্ত যায়,
সুর্যাস্তের ওপারে-ই তোমার শুধু আনাগোনা ;
থরে থরে বই পত্তরে
উই এর ঢিপি ভাঙে গড়ে,
অজুত নিযুত কালির ফোঁটা
তারায় ভরায় আকাশ গোটা,
রাত নিঝুমেই তুমি শুধু সচরাচর জানাশোনা ;
প্রতীক্ষার প্রহর গোনে
বনকপোত বাসা বুনে,
নিষিদ্ধ পল্লীর নিশি যাপন
বিষাদ বিধুর অভিজ্ঞাপন,
তথাপি তোমার গুঞ্জন বাজে রজনীতেই, শুক্লা - কৃষ্ণা ।