একুশ তুমি প্রতিবাদে রক্তস্নাত যৌবন
দুর্বার আবেগ প্রেমাঙ্গনে মথিত মৌবন ।
শিশির মাখা স্নিগ্ধ প্রাতে স্বাধীনতার স্বপ্ন
রণ ঝঙ্কার 'দাও অধিকার' বাংলার জন্য ।
একুশ তুমি আমার বুকে হৃদপিন্ড লাল
শিরা ধমনীর রক্ত প্রবাহী বসন্ত কাল ।
বুক চিতিয়ে মায়ের তরে মৃত্যুর আহ্বান
আনে মাতৃভাষা - স্বাধীনতা গর্বিত সন্তান ।
একুশ তুমি ডালে ডালে সুশোভিত পলাশ
বাহান্ন'র রাজ পথে হাজার হাজার লাশ ।
প্রভাত ফেরীর বিষাদ সুরে নতুন আশা
স্বাধীনতার স্পন্দনে "আ মরি বাংলা ভাষা" ।
একুশ তুমি সালাম বরকত রফিকের লাল জামা
একুশ তুমি বাংলা মায়ের দামাল ছেলের মা ,
একুশ তুমি বিশ্ব মাঝে জয়ের নিশানা
একুশ তুমি অধিকারের অর্জিত ঠিকানা,
একুশ তুমি দুর্বার গতির উত্তাল যৌবন
একুশ তুমি মাতৃভাষার মৃত্যুর আলিঙ্গন ।