আজ লাবনীর জ্বর উঠেছে
মুখ ফ্যাকাশে চোখ লাল,
সুর্য্য ঢাকা কুয়াশাতে
ম্লান ম্রিয়মাণ শীতের সকাল ।
শীতের আবেশ অনেক পরে
বাবুর গা'য়ে গতকাল,
লাল পানীয় নীল আলোতে
বড় ঝক্কি গেছে কাল ।
সবেতন ছুটি জুটবে আজকে
সে বলাই বাহুল্য,
তাই সকালের চা হয়নি
জ্বরের গা'য়ে আলস্য ।