আমি যদি কচ্ছপ হতেম
কিংবা শামুক, শঙ্খ, ঝিনুক ;
অনেক ভালো হতো বোধহয়,
বেঁচে থাকার মানে হতো
ঝিল - সাগর হতো মুলূক ।
মানুষ মানুষে যখন যখন
চলে শোষনের চাবুক
বেদনা অশ্রুতে চলে মসি,
হাত পা গুটাতে পারি না বলে
বুকে চাপা বেদনার শোক ।
ধর্ষিতা নারীর রক্তে স্নান
অথচ ভয়, প্রতিবাদে নির্বাক ;
লজ্জ্বায় মুখ ম্রিয়মাণ তবুও
মস্তক লুকাতে পারিনা বলে
আফশোস্, বুকে ব্যথার মৈণাক ।
রাজপথের মোড়ে শিশুর আর্তনাদ
ডাষ্টবিনে নিয়ত সন্ধানী চোখ,
ব্যথিত করে হৃদপিন্ড ফুসফুসে
নিরুপায় অঙ্গ প্রত্যঙ্গগুলোকে
লুকোতে পারলেই যেন পেতেম সুখ ।