আজকে একটা কবিতা লিখবই,
যত খুশী ঝড় বৃষ্টি
যত খুশী অনাসৃষ্টি
হতে পারে, হোকনা ;
বসন্তের লাল পলাশ
শরতের শিউলী সুবাস
অধরা-ই থাকনা ;
রাঙা ঠোঁটে মিষ্টি হাসি
ভালবাসা রাশি রাশি
দুরে সরে থাক্ না ;
যা খুশী বলে লোকে, বলুক্ না
আজকে একটা কবিতা লিখবই ।
আজকে একটা কবিতা লিখবই,
রোগ শোক দুঃখ জরা
ভয় ভীতি শঙ্কা পীড়া
যত খুশী থাক্ না ;
লোভ লালসা স্বার্থান্ধতা
কূট-কাচালি নির্বুদ্ধিতা
চলছে চলুক না ;
আকাশের লক্ষ তারা
উল্কাদের খসে পরা
থেমে গেলে যাক্ না;
যা খুশী ঘটছে দিব্যি , ঘটুক না
আজকে একটা কবিতা লিখবই ।