আমার তো বেশ ভালোই লাগে
লুকোচুরি খেলা,
শরীর মনের দ্বিধা দ্বন্দ্বে
কেটে যায় বেলা ।
আমার তো বেশ ভালোই লাগে
প্রেম প্রেম খেলা,
ভাব আবেগের ভালো মন্দে
হেঁটে পথ চলা ।
আমার তো বেশ ভালোই লাগে
চোখে চোখে বলা,
ইঙ্গিতের ভঙ্গিতে - অশ্রুতে
ভাব ছলা কলা ।
আমার তো বেশ ভালোই লাগে
এই অবহেলা,
পার্থিব বৈরাগ্য বিষণ্ণতা
আপ্ত বিশৃঙ্খলা ।
আমার তো বেশ ভালোই লাগে
উদাসী অবেলা,
সকাল সন্ধ্যায় ধুপ দ্বীপ
ঊষসী একেলা ।
আমার তো বেশ ভালোই লাগে
কাব্যে হাঁটা চলা,
প্রেম বিরহের গল্প লিখে
জীবন বিফলা ।