রক্তের রং লাল, নীল, সাদা, কালো হয়
হলুদ কেন হয় না !
আমি হলদে রঙের রক্ত দেখতে চাই ।
বসন্তের লাল পলাশের পাশে একটা
হলুদ টগর চাই ,
লালিমায় ভালোবাসায় বিষ মেখে দিয়ে
হিমোগ্লোবিন গুলো দ্রবীভূত করে
বেদনার বীজ পুতে সেই কবে খাদের কিণারে
মিণার করে রেখেছি, বৎসারান্তে একবার দেখা হয় ।
এবারে আর পলাশ -জবা -গোলাপ নয়
শুধুই টগর চাপাঁ গাঁদা দেবো,
রক্তের র্ং পাল্টে তোমার হলুদ করে দেবো ।