একদিন হঠাৎ দেখলেম,
একটি পদ্মের দুটি ডানা
উড়ে যাচ্ছে আকাশে,
সোনা রোদের ঝিলিক মেখে
রং ছড়াচ্ছে বাতাসে ।
একদিন হঠাৎ দেখলেম,
সরোবরের কচুরী পানা
ঢেকে পদ্মপলাশে ,
পরীদের আনাগোনা রোখে
মন্দগামিনী হাসে ।
একদিন হঠাৎ দেখলেম,
ভালবাসা দুটি চেনা জানা
অস্রুতে ভেসে ভেসে,
বিষর্জন দিচ্ছে স্মৃতিটুকু রেখে
মরছে প্রেম আবেশে ।
একদিন হঠাৎ দেখলেম,
আমার খাতার কবিতারা
ডানা মেলে আকাশে,
ভেসে বেড়ায় আপন মনের সুখে
মিশে যায় রাতে এসে ।