চারিদিকে ঘন কূয়াশা, আবছা আলোর রেশ
ব্যস্ততার নিদ্রাচ্ছন্নতায় দাড়িয়ে লম্বা ছায়ার খোঁজাখুঁজি,
অদম্য অমর অর্ণব লহরীর গর্জন, স্বর্ণালি'কার বিষাদ সমাবেশ
রক্তবটিকার আত্মাহুতির করুন চিত্রায়ন
পদযুগলে ঠান্ডা লবণাক্তের নীরব আলিঙ্গন...
চেনা দিগন্তের এপারে এক টুকরো আবেশ
আমাদের ভালোবাসার কয়েক বছর লহমায় বিসর্জন ।
কলেজ চত্বর, বোটানিকেল গার্ডেন
ম্যাসেঞ্জারের নির্ঘুম রাত পেড়িয়ে ছাদনা তলার প্রস্তুতি,
ধুমধাম সমারোহের যৌথ পরিকল্পনা
স্বপ্ন, শপথ, ফেসিয়াল, মার্কেটিং,হৃৎপিণ্ডের ঊঠানে আল্পনা
চলছেতো যথারীতি যথার্থ ইতিউতি ......অতঃপর
লগআউটের ঝক্কি বিরম্বনার বাতাবরণ
সম্পর্কের অবসান...যেন ভালোবাসা এক টুকরো ঘি
উত্তাপের সংস্পর্শ মানেই বিগলিত পরিবর্ত রূপ
এক পিঠে শুধু ভালো লাগা আর অন্য পিঠে বিরহের স্তুপ ।