এ আমার স্বকীয়তা,
একা একা পথ চলা
বার বার পেছন ফিরে দেখা,
আবার এগিয়ে চলা
বাতাস কেটে গন্তব্যের রেখা -আঁকা ।
এ আমার স্বাধীনতা,
যত খুশী পথ চলা
বাধার পাহাড় ডিঙ্গিয়ে দেখা,
কত মরু গিরি খাত
উত্থিত পথে, পথ কত আঁকা - বাঁকা ।
এ আমার নিজস্বতা,
আসমান চেয়ে চলা
মেঘে মেঘে রবিচ্ছবি আঁকা,
আকাশের অশ্রুদিয়ে
পৃথিবীর বুকে কবিতা লিখে রাখা ।