ল্যাংচা নেই তো কি হয়েছে !
লক্ষী এলেই বলবি সবে,
"আজকের সীতাভোগ যা হয়েছে !
একবার নিয়ে যান, ল্যাংচার নাম ভুলে যাবেন ;
ময়রা আমি, জানিস্ তো, উঁচু সম্প্রদায়,
জাত বিচারে পবিত্রতায়, ব্রাহ্মন যে হাতে খায় ।"
পটলা তুই অত্ত সব বুজবি না
যা বলেছি তাই কর ; খরিদ্দার খেতে চায়,
ল্যাংচা হোক বা সীতাভোগ,
নাম বাহারে মুগ্ধ করাই ব্যবসার সুখ দুখ্ ।
মিষ্টান্ন সে তো মিহি দানা'ও অথবা জিলিপি
কাজ কি বল বেশি খরচে, মিষ্টি স্বাদেই সমষ্টি ।
পটলা হাসে মিটমিটিয়ে, কর্ত্তা বড় পাজী
মন মোহিনী নামে ভুলায়, লক্ষীও ভুলে সহজেই ।
কোথায় গেল প্রতিশ্রুতি, কোথায় নিষ্ঠা - ধর্ম
গোল্লায় সব আদর্শ আর প্রতিষ্ঠিত স্ব-কর্ম,
ল্যাংচা যেন মানুষ ভুলে তাই সীতাভোগ, সতীচূর্ণ
এ দেশের রাজা যেমন গরীব ছেড়ে মেতে আছে
যুদ্ধ, টাকা, স্বচ্ছতার ভেলকিতে পরিপূর্ণ ।