নিকিতার হাম ধরেছে,
পরশু থেকে স্নানের ঘাটে যেতে নাকি মানা
উপোষ রেখে পথ্যির পাঠে বদ্যি ফুঁক হানা
আর সয়না, আর সয়না ।
তবুও ফিঙে'টা ঝিঙে মাচায় লেজ ওচায়
শেষ বিকেলে আকাশ যখন লাল ।
রোজ বিকেলে মাঝ ঊঠানে ঝি কুত্ কুত্ খেলা
সকাল সকাল এক গাদা বই কাঁধে মস্ত ঝোলা
হয়না কিছুই কয়না কিছুই
লোক দেখানো মিছেমিছি,
চোখ রাঙানি ছাড়া শুধুই যত্ন আত্তি বৈদ্য পথ্যি
ভাল্লাগে না, ভাল্লাগে না ।
তবুও কোকিল গান গায় ঝোপ জঙ্গলায়
শীতের শেষে আসে যখন বসন্ত কাল ।
নিকিতা,
জানালার ওপাশটায় অনেক কিছুই শুনতে পায়
ছোঁয়া-ছোঁয়ি, কালো দাগ , মায়ের দীর্ঘশ্বাস
ইত্যাদি ইত্যাদি ।
বিছানায় শুধু অপেক্ষা আর অপেক্ষা
চোখে মুখে ফুটে উঠে আরেকটা সোনালী সকাল ।