আমি শিউলী তলা,
শরৎ এলে শুরু হয় আমার কথা বলা ;
গিন্নি মা রোজ বিকেলে ঝাড়ু মারে
ভোরের দিকে শুরু হয় আনাগোনা,
কচি কাকলী, বয়েসের মিতালী
শিশিরে স্নাত শিউলী কূড়ায়
যে গুলো ঝরে দেরী করে দুপুরে শুকায় ;
বিকেলের ঝাড়ুতে পাশের স্তুপে স্থান পায়, হারায় ।
সেই সে বর্ষা রাতের বলছি কথা শুন
শরৎ নেই তাই আমি নই শিউলী তলা তখন...
অঝোরে ঝরছে যখন বৃষ্টি
চারিদিক আঁধারে ঘেরা...
প্রথমে ছিল আবেগ অতঃপর জোর খাটিয়ে
ভালবাসার টুঁটি টিপে বিবস্ত্রা বুকের কালো উপশিরায়
আলতো ঠোঁটের পরশ দিয়ে, বর্ষার জলে অশ্রু মিশিয়ে
প্রজন্মের আবাহন ছিল নীরব বিষর্জন ।
এখন শরৎ, এখন আমি শিউলী তলা,
পূত পবিত্র, বিস্মৃত, ধন্য পূতাত্মা ।