আমার
খামার বাড়ির হাঁসগুলো সব বুদ্ধিমান আর বুদ্ধিমতী
জলে থাকে সারাটা দিন হয়না ওদের সর্দ্দি কাশি,
দিব্বি জলকেলী করে, ভালবাসে, সংগম করে দিবারাতি
ডিম পাড়ে তা' দেয়না ওরা, নেই অস্ত্বিত্তের সাঁড়াশি ।
আমার
খামার বাড়ির হাঁসগুলো সব বুদ্ধিমান আর বুদ্ধিমতী
দল বেঁধে সব শিকার ধরে, খা'য় বাঁচে মিলিমিশি,
দেখলে বিপদ সবাই মিলে, প্যাঁক প্যাঁক করে বাড়ায় ঋতি,
আবার নিজেরা ঝগড়া করে, প্রেম করে অহর্নিশি ।
আমার
খামার বাড়ির হাঁসগুলো সব বুদ্ধিমান আর বুদ্ধিমতী
খায়না কিছু আজে বাজে , নেই কোন নকলনবিশি,
কলুষ পৃথিবীর ধুলিকা অচ্ছুৎ, দেহ ওদের শুদ্ধমতি
দুধের জল পাত্রেই থাকে, ওরা সবাই সৎ -বিশ্বাসী ।।